২৮৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসের ইনিংসের প্রথম বলেই বিদায় নেওয়ার পর গুটিয়ে না গিয়ে পাল্টা আক্রমণাত্বক ব্যাটিংয়ের পথ বেছে নেন ইমরুল। তাতে তিনি সফলও হয়েছেন দারুনভাবে।
৪১ বলে ৮ চারে সাজানো তার ইনিংসটি দলকে দারুন শুরু এনে দিয়েছে। সঙ্গী সৌম্য ৪১ রান নিয়ে দারুন সঙ্গ দিচ্ছেন। এই দুজনের ব্যাটে ভর করেই ১৩.৩ ওভারে ৯৫ সংগ্রহ করেছে বাংলাদেশ।
উল্লেখ্য, এই সিরিজের তিন ম্যাচে ইমরুলের রান যথাক্রমে ১৪৪, ৯০, ৬১*। আজকের ম্যাচে ৭৯ রান করলেই তামিমকে (৩১২ রান) ছাড়িয়ে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ইমরুল।