কলম্বোতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড জেসন রয়ের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হয়ে ১৫৭ রান করতে পারে শ্রীলঙ্কা।
আরও পড়ুন..৩৮৪ ম্যাচ পর জাতীয় দলে
১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ডেনলি ও আদিল রশিদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। অধিনায়ক থিসারা পেরেরা ৩১ বলে ৫৭ করে কিছুটা লড়ে যান।
ডেনলি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। ম্যাচ সেরাও হন এই স্পিনার। রশিদ ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি উইকেট পান ক্রিস জর্ডান। একটি উইকেট তুলে নেন লিয়াম প্ল্যাঙ্কেট।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রয় ৩৬ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন। ২৭ রান করেন মঈন আলী। ২৬ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। বোলিংয়ে পাশাপাশি দলের হয়ে দায়িত্বপূর্ণ ২০ রান করেন ডেনলি।
লঙ্কান বোলারদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট পান লাসিথ মালিঙ্গা ও আপোনসো।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এমএমএস