চিটাগং ভাইকিংসে আশরাফুল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের শুরু থেকেই আলোচনায় ছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিন্তু নিলামের প্রথম ৫ রাউন্ডের লোকাল প্লেয়ার ‘বি’ ক্যাটাগরিতে নিলামে কোন দলই তাকে ডাকেনি। অবশেষে ষষ্ঠ রাউন্ডে তাকে ডেকে নেয় চিটাগং ভাইকিংস।
সবকিছু ঠিক থাকলে এবারের আসরে চট্টলার দলে ব্যাট হাতে তাকে দেখা যাবে। উল্লেখ্য, রোববার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয়েছে বিপিএল ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিম্নোক্ত প্লেয়ারদের দলে ভিড়িয়েছে বন্দর নগরীরর দলটি।
চিটাগং ভাইকিংস: সিকান্দার রাজা, লুক রঞ্চি, মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, রবি ফ্রাইলিংক, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যামেরুন দেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।