বিপিএল ষষ্ঠ আসরে তাকে প্লেয়ার্স ড্রাফটে দলে ভিড়িয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম। সবকিছু ঠিক থাকলে আগামি ৫ জানুয়ারি থেকে গড়ানো বিপিএলে ব্যাট হাতে তাকে দেখা যাবে মাঠে।
রোববার (২৮ অক্টোবর) মুঠোফোনে নিজের এমন আবেগের কথাই জানান বাংলানিউজকে।
আশরাফুল বলেন, ‘ভাল লাগছে। চেষ্টা করবো ভালো কিছু করার। দলকে ম্যাচ জেতানোর জন্য অবদান রাখতে চাই। এই ফরম্যাটটার জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। এর আগে ঢাকা লিগ, ন্যাশনাল লিগ, বিসিএল খেললাম। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টটা খেলা হয়নি। এখানে বিদেশি খেলোয়াড়রা থাকে, খেলা সম্প্রচার হয়। যেহেতু আমার স্বপ্ন বাংলাদেশ দলে খেলা তাই এখানে ভাল খেললে আমার সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। ’
প্রসঙ্গত উল্লেখ্য, বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় নিষিদ্ধ আশরাফুলের ওপর দুই বছর আগে ঘরোয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলের জন্য তাকে অপেক্ষা করতে হয় চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এইচএল/এমকেএম