ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির কারণে শুরু হয়নি বরিশাল ও খুলনা বিভাগের খেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
বৃষ্টির কারণে শুরু হয়নি বরিশাল ও খুলনা বিভাগের খেলা বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বৃষ্টির কারণে পিচ ঢেকে রাখা হয়েছে: ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বৃষ্টির কারণে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুরু হয়নি ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও খুলনা বিভাগের খেলা। পরে অনেকটা সময় অপেক্ষার পর বৃষ্টি না থামায় ম্যাচের শিডিউল বদলানো হয়েছে।

আজ সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা ছিলো। তাই টসও হয়নি।

পরবর্তিতে সকাল সাড়ে ১০টায় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।

আউটফিল্ডের অবস্থা দেখে বৃষ্টির কারণে বরিশাল ও খুলনা বিভাগের প্রথম দিনের খেলা নাও হতে পারে বলে মন্তব্য করেছিলেন ম্যাচ রেফারী সামিউর রহমান সায়েম।

তিনি তখন বলেন, সকাল ৯টায় ও ১০টায় মাঠ পরিদর্শন করা হয়েছে। তখন মাঠ ভেজা ছিলো। আর সাড়ে ১০টায় বৃষ্টি শুরু হয়। বরিশাল স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাত্র ১৫ কিংবা ৩০ মিনিট বৃষ্টি হলে ওই দিন এই মাঠে খেলা সম্ভব নয়। এছাড়া মেঘলা আবহাওয়ার কারণে মাঠে আলোর স্বল্পতাতো রয়েছেই।

শেষ পর্যন্ত ম্যাচ আজ আর মাঠে গড়ালো না।  সকাল থেকেই বৃষ্টির কারণে পুরো পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরবর্তীতে ম্যাচের সময় পাল্টানো হয়েছে বলে জানা গেছে। নতুন শিডিউল অনুসারে আগামী ৩০ অক্টোবর- ১ নভেম্বর মাঠে গড়াবে এই ম্যাচ।

উল্লেখ্য, এর আগে গত ১৫ অক্টোবর বরিশাল ও রাজশাহীর খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের খেলা অনুষ্ঠিত হয় নি। তবে শেষের দুই দিনে মাঠে বল ব্যাটের লড়াই হলেও ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।