ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটের মাঠে অনুশীলনে ঘাম ঝরালেন মুশফিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
সিলেটের মাঠে অনুশীলনে ঘাম ঝরালেন মুশফিকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হচ্ছে সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী ৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে এ মাঠে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এরইমধ্যে সিলেটে এসে অনুশীলন শুরু করে দিয়েছে মুশফিকরা-রিয়াদরা।

সিলেটে পৌঁছার পর রোববার বৈরি আবহাওয়ার কারণে মাঠে অনুশীলন করতে না পারলেও বসে ছিলেন না মুশফিকরা। স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন সেরে নেন।

সোমবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে ফের অনুশীলনে নেমে ঘাম ঝরান টাইগাররা। বেলা ১টা পর্যন্ত অনুশীলন করেন।

সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস ‍সুজক বাংলানিউজকে বলেন,‘আগামী ০১ নভেম্বর জিম্বাবুয়ে দল সিলেটে এসে পৌঁছাবে। স্বাগতিকরা সিলেটে পৌঁছার পর অনুশীলন করে যাচ্ছেন। রোববার বৈরি আবহাওয়ার কারণে ইনডোরে অনুশীলন সারলেও আজ তারা মাঠে নেটের মধ্যে ব্যাটে-বলে অনুশীলন করেছেন। ’

তিনি বলেন, ‘সিলেট স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচে সিলেট স্টেডিয়ামের অভিষেক হবে ৩ অক্টোবর। টেস্টের ম্যাচের অভিষেকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সিলেট বিভাগীয় ক্রিকেট সংস্থা ও সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিলেট স্টেডিয়ামে অভিষেক টেস্ট নিয়ে ৩১ অক্টোবর সংবাদ সম্মেলন ও ১ নভেম্বর আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়েছে। ’

সংশ্লিষ্টরা জানান, আগামী ৩ থেকে ৭ নভেম্বর সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের টিকিট মূল্যও নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

সিলেটে সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা। স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রীণ গ্যালারিতে ৫০ টাকা, পূর্ব গ্যালারি ৮০ টাকা, ক্লাব হাউজের ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ৫০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

দেশের অষ্টম ভেন্যু হিসেবে ২০১৪ সালে ১৮ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৭টি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১৮
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।