শুধু তারাই নন। অবাক হন খোদ ব্রাউনও।
এমনকি বিপিএল চলাকালেও থাকবে তার পরীক্ষা। আর পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস। কিন্তু সে সব নিয়ে এখন আর ভাবছনে না ব্রাউন। তার সমস্ত মনোযোগ এখন বিপিএলে।
ক্রিকইনফোকে ব্রাউন বলেন, ‘আমি সব টুর্নামেন্টের ড্রাফটের দিনক্ষণ লিখে রাখি। কিন্তু বিপিএলেরটা লিখে রাখা হয়নি। রোববার সকালে আমার এজেন্টের ফোনে জানতে পারলাম যে সিলেট আমাকে দলে নিয়েছে। আমি একটু অবাকই হলাম। এরকম একটা লিগে খেলতে যাব, এটা ভেবে সত্যিই উচ্ছ্বসিত। ’
বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলছেন ব্রাউন। কিন্তু খেলার থেকে বেশি মনোযোগটা এতদিন রেখেছেন পড়াশোনায়। ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে উরস্টারশায়ার ইউনিভার্সিটিতে পড়ছেন। বিপিএলের আগে পরীক্ষা নিয়ে একটু চিন্তায় থাকলেও ব্রাউন মনে করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিপিএল খেলবেন তিনি।
বলেন, ‘আমি এখনো ঠিক করিনি কি করবো। আমার সময় ব্যবস্থাপনার দিকটা যিনি দেখেন তার সাথে আলোচনা করে সব ঠিক করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও আলোচনা করতে হবে এই ব্যাপারে। আমি দেশ ছাড়ার আগে সব গুছিয়ে যেতে চাই। যত যাইহোক আমি এই সুযোগটা ছাড়তে চাইছি না। আমি জানি যে ক্রিকেট কতোটা ভালোবাসি। একইসাথে ক্রিকেট খেলার সময়ই বুঝতে পারি যে পড়ালেখা আসলে কতোটা বিরক্তিকর কাজ। ’
বিপিএলে সিলেটে ব্রাউন ছাড়াও পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আলআমিন হোসেন, মেহেদি হাসান রানা, সোহেল তানভীর ও গুলবাদিন নাইব।
২০ বছর বয়সী ব্রাউন এখনো পর্যন্ত ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচ, ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমকেএম