ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুবাইতে বৃষ্টির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
দুবাইতে বৃষ্টির জয় ছবি: সংগৃহীত

ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। কিন্তু বৃষ্টি পণ্ড করে দিল সব। পাকিস্তানের ব্যাটিং ইনিংস পুরো খেলা হলেও নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই বৃষ্টি হানা দেয়। পরে দীর্ঘ সময় হতে থাকলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে শেষ করলো দু’দল।

দুবাইতে টসে জেতা পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রানের ভালো সংগ্রহ পায়। দলের হয়ে ৯২ রানে অসাধারণ এক ইনিংস খেলেন বাবর আজম।

৬৫ রান করেন ফখর জামান। এছাড়া ৬০ রান আসে হারিস সোহেলের ব্যাট থেকে।

কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন ১০ ওভার ৪৫ রানে ৫ উইকেট পান। একটি করে উইকেট তুলে নেন ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম।

জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে এক উইকেট হারিয়ে ৩৫ রান তোলে নিউজিল্যান্ড। তবে এরপরই বৃষ্টি নামে। এর আগে ওপেনার কলিন মুনরোকে শূন্য রানে আউট করেন শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।