ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেশ ভালো অনুভব করছেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
বেশ ভালো অনুভব করছেন সাকিব অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: এশিয়া কাপ চলাকালীন বাঁহাতের কনিষ্ঠার পুরনো চোট তীব্রতর হলে সিরিজ শেষ না করেই ২৬ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এরপর আর ব্যাট হাতে নেয়া হয়নি তার। দেশে ও দেশের বাইরে চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী পুনর্বাসন শেষে বুধবার (১৪ নভেম্বর) থেকে হোম অব ক্রিকেটে প্রথম ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এই টাইগার অলরাউন্ডার।

আশার কথা হলো অনুশীলনে আঙুলে ব্যথা অনুভব করেননি সাকিব। বরং বেশ স্বাভাবিক অনুভব করেছেন।

বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই সেকথা জানালেন।  
 
‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আস্তে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বুঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বাকিটা বুঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থা হয়। ' 
 
ব্যাটিং যখন শুরু করেছেন কোন কিছুই এখন আর থেমে থাকবে না। ফিল্ডিং, বোলিং অনুশীলনও অতি শিগগির শুরু হবে সেকথাও জানিয়ে রাখলেন সাকিব। ‘সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করব। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব। ’
 
গেল ৩০ অক্টোবর বিসিবি কক্ষে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের শুরু থেকে সাকিবকে পাওয়া না গেলেও মাঝামাঝি থেকে পাওয়া যাবে। ’
 
ওইদিনই সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হুয়াওয়ে টেলিকম আয়োজিত এক অনুষ্ঠানে সাকিবও তেমনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু আজ সাকিব শোনালেন অন্য কথা।
 
‘আস্তে আস্তে শুরু করেছি। এরপর বুঝতে পারব কী হচ্ছে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভিতরে বুঝতে পারব, কী হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।