শনিবার চট্টগ্রামে সিরিজে প্রথম টেস্টের তৃতীয় দিনে স্পিনারদের দাপটে ৬৪ রানে জয় পায় সাকিব আল হাসান ও তার দল।
এই দুই টেস্টের মাঝে বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে খেলেছে আরও ৮টি টেস্ট।
মূল নিউজ পড়ুন এখানে....স্পিনারদের দাপটে ক্যারিবীয়দের হারালো বাংলাদেশ
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলেছিল। তবে সেই দলটি ছিল ক্যারিবীয়দের দ্বিতীয় বা তৃতীয় সারির। বেতন-ভাতার সমস্যার কারণে বোর্ডের সঙ্গে ঝামেলা পাকিয়ে সেবার প্রথম দল সিরিজই খেলেনি।
তাতে অবশ্য লাভ হয়েছিল টাইগারদেরই। প্রথমবারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট জয়ের পর দুই ম্যাচে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশও করেছিল।
এবার চট্টগ্রামে জয়ের সেই সুখস্মৃতি ফেরালো বাংলাদেশ। তাতে অবদান রাখলেন সাকিব, তাইজুল, মিরাজ, মুমিনুলরা। আর এই সিরিজেও হোয়াইটওয়াশের বার্তা দিয়ে রাখলেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৮
এমএমএস