শনিবার (২৪ নভেম্বর) সিলেটে চতুর্থ ও শেষ দিনে ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে সাউথ জোন। আগের দিনের ২ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে মাঠে নেমে দুই অপরাজিত ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও তুষার ইমরান সাবলীল ব্যাট করে দলকে বেশ ভালো শুরু এনে দেন।
দলীয় ১০৯ রানে রবিউল হকের বলে নাজমুল হোসেন শান্ত’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন তুষার (৪০)। এরপর ২০ রান যোগ হতেই বিদায় নেন শাহরিয়ার নাফিস (৫৪)। তুষারের ওই উইকেটটি ছাড়াও বাকি সব উইকেট ভাগাভাগি করে তুলে নেন শুভাগত ও আবু হায়দার। যদিও মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান (৩৫) কিছুটা চেষ্টা করেন, কিন্তু যোগ্য সঙ্গের অভাবে সেই চেষ্টাও বিফলে যায়।
সেন্ট্রাল জোনের হয়ে ৫৩ রানে পাঁচ উইকেট পান শুভাগত হোম আর ৪৪ রানে ৪ উইকেট পেয়েছেন আবু হায়দার।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ম্যাচ সেরা আব্দুল মজিদের সেঞ্চুরির ইনিংসে চড়ে ২৮২ রানের সংগ্রহ পেয়েছিল সেন্ট্রাল জোন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ফজলে মাহমুদ (৯৪) ও শাহরিয়ার নাফিসের (৭১) ফিফটিতে ২৮১ রান সংগ্রহ করে সাউথ জোন।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে লিটন দাসের (৮৪) ফিফটিতে ২৬৪ রান সংগ্রহ করে সাউথ জোনের সামনে ২৬৪ রানের টার্গেট দেয় সেন্ট্রাল জোন। এই লক্ষ্য ছুঁতে গিয়েই ১৮৮ রানে শেষ হয় সাউথ জোনের ইনিংস। আর ৭৭ রানের জয় পায় সেন্ট্রাল জোন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এমএইচএম/এমএমএস