আগের টেস্টে নাটকীয় হারের পর শনিবার দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। যেখানে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০৭ করেছে সরফরাজ আহমেদ ও তার দল।
তবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে দুই ওপেনারকে হারালে বিপাকে পড়ে তারা। কলিন ডি গ্র্যান্ডহোম তুলে নেন ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে।
কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ১২৬ রান যোগ করে বিপদ সামাল দেন আজহার ও হারিস। ১৮৭ বলে ৭টি চার ও একটি ছক্কায় ব্যক্তিগত ৮১ রানে রান আউটের শিকার হন আজহার। তবে ঐ ৮১ রানেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন হারিস। এতে ২৪০ বলে ১০টি চার হাঁকান তিনি।
মাঝে আসাদ শফিক ব্যক্তিগত ১২ রানে আগের টেস্টের নায়ক আজাজ প্যাটেলের বলে বিদায় নেন। তবে ১৪ রানে অপরাজিত থাকেন বাবর আজম।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৮
এমএমএস