সেরা একাদশে ভারত ও ইংল্যান্ড থেকে সর্বোচ্চ তিন জন করে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া থেকে আছেন দুই জন।
ওপেনার হিসেবে আছেন আলিসা হেলি ও স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হেলি এবাররে বিশ্বকাপে ৬ ম্যাচে ২২৫ রান করেন। অন্যদিকে ৫ ম্যাচে ১৭৮ রান তুলে নেন ভারতের স্মৃতি।
১০৫ রান ও ৫টি ক্যাচ-স্ট্যাম্পিং করা ইংলিশ উইকেটরক্ষক অ্যামি জোনস আছেন ওয়ান ডাউনে। অধিনায়ক হিসেবে আছেন ভারতের হরমনপ্রীত কর। বিশ্বকাপের ৫ ম্যাচে ১০ উইকেট ও ১২১ রান তুলে অলরাউন্ডার ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ডারা ডটিন। মিডল অর্ডারে আছেন ৪ ম্যাচে ১৩৬ রান তোলা পাকিস্তানের জাভিরা খান।
বোলিং ইউনিটে আছেন অস্ট্রেলিয়ার বোলার এলাইস পেরি। তিনি এই বিশ্বকাপে ৬০ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ৯টি উইকেট। চার ম্যাচে আট উইকেট তুলে নিউজিল্যান্ডের অফ স্পিনার লেই কাসপেরেক, ৭ উইকেট আদায় করা ইংলিশ পেসার আনিয়া সুরুবসোলে, ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের স্পিনার ক্রিস্টি গর্ডন, ৮ উইকেট নেওয়া ভারতের লেগ স্পিনার পুনম জাদব ও চার ম্যাচে ছয় উইকেট লাভ করা জাহানারা আলম আছেন এই একাদশে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমকেএম