ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারিস-বাবরের সেঞ্চুরিতে দাপটে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
হারিস-বাবরের সেঞ্চুরিতে দাপটে পাকিস্তান পাকিস্তান-নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

হারিস সোহেল ও বাবর আজমের সেঞ্চুরিতে দাপটের সঙ্গেই নিজেদের দ্বিতীয় দিন শেষ করল পাকিস্তান। ৪১৮ রানে প্রথম ইনিংসের ঘোষণা দিয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান করে কিউইরা।

ঘোষণার আগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন বাবর। দ্বিতীয় দিন ৫ উইকেট হাতে রেখেই ইনিংস ঘোষণা করে দেয় পাকিস্তান।

বাবরের প্রথমের সঙ্গে সাদা পোশাকের দ্বিতীয় সেঞ্চুরি করেন হারিস। দুজনই দ্বিতীয় দিন সেঞ্চুরি পান।  

হারিসের ১৪৭ রানের ইনিংসটি খেলতে খরচ করেন ৪২১ বল। যেখানে ১১টি চার হাঁকান তিনি তবে একটিও ছক্কা হাঁকাতে পারেননি। ট্রেন্ট বোল্টের বলে ওয়াটলিংয়ের ক্যাচ হয়ে থামেন তিনি। বাবরের সঙ্গী হয়ে ১৮৬ রানের জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

হারিস ফিরে গেলে অধিনায়ক সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর চারশ পার করেন বাবর। পাকিস্তান ইনিংস ঘোষণার সময় বাবরের সঙ্গে অপরাজিত ছিলেন ৩০ রান করা সরফরাজ।

নিউজিল্যান্ডের পক্ষে কলিন ডি গ্র্যান্ডহোম সর্বোচ্চ ২ উইকেট নেন। আর একটি করে উইকেট নেন বোল্ট ও আজাজ প্যাটেল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।