ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে দল পেলেন আশরাফুল-শাহাদাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
অবশেষে দল পেলেন আশরাফুল-শাহাদাত আশরাফুল-শাহাদাত। ছবি: সংগৃহীত

মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দল না পাওয়া নিয়ে আলোচনা কম হয়নি। অপরদিকে নিজের দল না পাওয়া নিয়েও বেশ ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত হোসেন রাজিব। তবে তাদের জন্য সুখবর দিয়েছে বিসিএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল।

বিসিএলের দ্বিতীয় রাউন্ড শেষের পথে। সপ্তম আসরের তৃতীয় রাউন্ড থেকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন আশরাফুল।

আর মধ্যাঞ্চলের হয়ে যোগ দেবেন শাহাদাত।

গত মৌসুমে পূর্বাঞ্চলের হয়ে আশরাফুল ও মধ্যাঞ্চলের হয়ে খেলেছেন শাহাদাত। তবে চলতি আসরের শুরুতে দুজনকেই ছেড়ে দেয় তাদের দল। প্লেয়ার ড্রাফটেও আগ্রহ দেখায়নি কোনো দল।

অবশেষে দল পেলেন দুজনই। তাদের পুরানো দলই ডেকে নিলো তাদের। মূলত, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপে একাধিক ক্রিকেটার যোগ দেওয়াতেই সুযোগ মিলেছে আশরাফুল ও শাহাদাতের।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।