টুর্নামেন্টের নিয়মানুযায়ী ২৩ উর্ধ্ব চারজন ক্রিকেটার দলে জায়গা পেতে পারবেন। বাংলাদেশ দলে সে চার জন হলেন; শফিউল ইসলাম, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ ও মিজানুর রহমান।
এশিয়ার ৮ দেশের অংশগ্রহণে আগামি ৬-১৫ ডিসেম্বর পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে আরও আছে পাকিস্তান, হংকং ও আরব আমিরাত।
৬ ডিসেম্বর করাচিতে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে মোকাবেলা করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৭ ডিসেম্বর প্রতিপক্ষ হংকং। আর ৯ ডিসেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।
১৫ সদস্যের বাংলাদেশ দলঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনীক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।
বাংলাদেশ সময়ঃ ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এইচএল/এমকেএম