অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। তারই প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে ২৮ নভেম্বর থেকে।
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে এই ম্যাচের টসের ছবি বিসিসিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পোস্ট করার পরপরই কোহলির এই পোশাক নিয়ে ওঠে সমালোচনার ঝড়। অনেকেই তুলে আনেন স্টিভ ওয়া, সৌরভ গাঙ্গুলী, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিংদের উদাহরণ। ক্রিকেট তথা টেস্ট ক্রিকেটের প্রতি তাদের সম্মান মনে করিয়ে দেওয়া হয়।
শুধু ব্যাট-বলের খেলা নয় ক্রিকেট। এর পেছনে লুকিয়ে রয়েছে বিস্তৃত ইতিহাস। ক্রিকেটের পরতে পরতে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। টস সেই ঐতিহ্যেরই এক অবিচ্ছেদ্য অংশ। ম্যাচের আগে আরও এক ম্যাচ এই টস। আর যেখানে রণসজ্জা হিসেবেই দেখা হয় পোশাককে। যা যেকোনো যুদ্ধের প্রধান অংশগুলোর একটি।
যদিও ম্যাচটি কোনও আন্তর্জাতিক স্তরের নয়। অনুশীলন ম্যাচ। তবুও কোহলির এই পোশাক মানতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা। তার শর্টস পরে টসে চলে আসা চোখে লাগার মতই। এক কথায় ঐতিয্যবাহী টেস্ট ক্রিকেটকে অপমানিত করেছেন কোহলি, এমনটাই ভাবেন সমর্থকরা।
বাংলাদেশ সময়ঃ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমকেএম