কিন্তু কাকে উদ্দেশ্য করে ক্রিকেটের মাঠে এমন রোমান্স ছড়ালেন এই টাইগার মিডল অর্ডার? প্রশ্নটি হয়তো অনেকের মনেই জেগেছে। তাদের জন্য উত্তর হলো, মমতাময়ী মায়ের উদ্দেশ্যেই তার এমন উদযাপন এবং ভালবাসা।
শনিবার (১ ডিসেম্বর) ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।
মাহমুদউল্লাহ বলেন, ‘উদযাপনের উদ্দেশ্য আমার পরিবার। আমার স্ত্রী, ছোট বাচ্চা। তারপরেও আমি আমার ১শ’টা আমার আম্মুর জন্য উৎসর্গ করতে চাই। সবার বাবা মা-ই দোয়া করে। তো আমার মনে হয় এটা উনি ডিজার্ভ করে। ’সাদা পোশাকে মাহমুদউল্লাহর প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয়টি পেতে অপেক্ষা করতে হয়েছে ৮ বছর। ২০১০ সালে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ১১৫ রানের ওই ইনিংসটির পর দ্বিতীয়টি (অপরাজিত ১০১) করেছেন সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে। এর চার সপ্তাহ অতিক্রম হতে না হতেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলে ফেললেন ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংসটি।
সেটা কী করে সম্ভবপর করে তুললেন মিস্টার কুল? তাহলে কী খেলার ধরন বদলেছেন এই ডানহাতি? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে তাকে খুব একটা উচ্চকিত মনে হলো না। তবে তার কথায় যেটা মনে হলো এই ম্যাচে ব্যাটিংয়ের শুরু থেকেই মাইন্ডসেটটা ঠিক করে নিয়েছিলেন।
‘খেলার ধরন হয়তো মানসিকভাবে কিছুটা বদলেছি। কারণ আমি চিন্তা করছিলাম আমি যেভাবে ওয়ানডে ও টি টোয়েন্টিতে ব্যাট করি আমার ব্যাটিংয়ের সাথে ওই মোড টা স্যুট করে। আমি চাচ্ছিলাম প্রথম থেকেই ইতবাচক থাকবো। যদি প্রথম থেকেই মারার বল পাই মারবো। আমার মানসিকতা ওমনই ছিলো। তো তরপরেও মনে হয় আমাকে কষ্ট করে ব্যাটিং করতে হয়েছে। ’
মিরপুরের স্পিন বিষে ভরা উইকেটে সেই কষ্টের ব্যাটিংয়েই সাফল্যমণ্ডিত হয়েছে তার ইনিংস। ছুঁতে পেরেছেন তিন অঙ্কের জাদুকরি সংখ্যা। প্রথম ইনিংসে বাংলাদেশও পেয়েছে ৫০৮ রানের দাপুটে সংগ্রহ। যার বিপরীতে খেলতে নেমে দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে ৭৫ রান তুলতেই উইন্ডিজদের নেই ৫ উইকেট।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস