প্রাইম ব্যাংকের এনামুল হক জুনিয়র ও মাহমুদুল হাসানের বোলিং তোপে প্রথম ইনিংসে নড়বড়ে হয়ে ভেঙে পড়ে ইসলামী ব্যাংক। তবে ফলোঅন করতে নেমে এনামুল হক বিজয়ের অনবদ্য ১৩৩ রানের ইনিংসটি ম্যাচে ধরে রাখে ইসলামী ব্যাংককে।
১৩৫ রানে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করে প্রাইম ব্যাংক ইস্ট জোন। শনিবার (০১ ডিসেম্বর) ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহে মাত্র ১ রান যোগ করেই আউট হয়ে ফেরেন শাহরিয়ার নাফীস। ১৩৪ বলে ৮১ রান করেন তিনি।
নাফীস ফিরলেও বিজয় তুলে নেন তার প্রথম শ্রেণির ১৭তম সেঞ্চুরি। ২০৫ বল খেলে ১৩টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে ১৩৩ রান করে দলকে ২৮৫ রানে রেখে যান বিজয়। পরের ব্যাটসম্যানদের সহায়তায় ৩৭৭ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
বল হাতে ইস্ট জোনের আফিফ হোসেন ও এনামুল হক জুনিয়র ২টি করে উইকেট নেন। একটি পান মাহমুদুল হাসান।
টুর্নামেন্টের অপর ম্যাচটিও ড্র হয়। সেন্ট্রাল জোনের মোসাদ্দেক হোসেন সৈকত সেঞ্চুরি পান। এছাড়া হাফসেঞ্চুরি পেয়েছেন মোশাররফ হোসেন (৫৪)। এছাড়া ওপেনার নাজমুল হোসেন শান্তর ৪২ রান ছাড়া উল্লেখ করার মতো স্কোর করতে পারেননি কেউ। সেন্ট্রালের সংগ্রহ দাঁড়ায় ৩১৮।
লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
সেন্ট্রাল জোনের হয় একাই ৬ উইকেট তুলে নেন আবু হায়দার রনি। আর তিনটি নেন রবিউল হক।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এমকেএম/এমএমএস