ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ারের ‘ভুল’: ব্যাটসম্যানকে ফিরিয়ে আনলো প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
আম্পায়ারের ‘ভুল’: ব্যাটসম্যানকে ফিরিয়ে আনলো প্রতিপক্ষ দেখেই বুঝা যায় এটা রানআউট নয়, অথচ থার্ড আম্পায়ারের চোখে আউট!-ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিগ ব্যাশ মাঠে গড়িয়েই ইতিহাস গড়েছে। আবার একই ম্যাচে জন্ম দিয়েছে অস্বাভাবিক এক ঘটনারও। প্রথম ঘটনাটি এরইমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন, এবারই প্রথম কয়েনের বদলে ব্যাট দিয়ে টস করেছে দুই দল। আর দ্বিতীয়টি হলো, থার্ড আম্পায়ারের অদ্ভুত এক সিদ্ধান্ত যা কিনা মানতে পারেননি খোদ প্রতিপক্ষ অধিনায়ক। আপিল ফিরিয়ে নিয়ে তিনিও গড়েছেন এক নতুন ইতিহাস।

বিগত ১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ব্যাট দিয়ে টস করা ঐতিহাসিক ঘটয়া বৈকি। একইদিন আরও একটা ঘটনা ঘটেছে যা বিতর্কের আড়ালে চাপা পড়ে গেছে।

আফগান স্পিনার মুজিব-উর-রহমান এদিন পিয়ার্সেনের সঙ্গে শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে রেকর্ড গড়েছেন। এগারো নম্বরে নেমে সর্বোচ্চ রান (২২ বলে ৩ চারে ২৭ রান) করেছেন তিনি। এটি টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড। কিন্তু এমন ঘটনাও আড়ালে চলে গেছে বিতর্কিত ঘটনার রেশে। এবারের বিগ ব্যাশের প্রথম ম্যাচেই এমন ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।  

অ্যাডিলেড স্ট্রাইকারর্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্রিসবেন হিট ৯২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল। ক্রিজে ছিলেন জিমি পিয়ার্সেন ও জেমস প্যাটিনসন। ব্যাটের আলতো ছুঁয়ায় পয়েন্টে বল পাঠিয়ে দ্রুত এক রান নিতে ছুট লাগান পিয়ার্সেন। জবাবে দৌড় দেন প্যাটিনসন। স্ট্রাইকিং প্রান্তে ছুটে গিয়ে ডাইভ দেন। এদিকে বল হাতে পেয়েই স্ট্যাম্প ভেঙে দেন প্রতিপক্ষের উইকেটরক্ষক। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের সহায়তা চাইলে সিদ্ধান্ত আছে আউট।

অথচ রিপ্লেতে পরিস্কার দেখা গেছে স্ট্যাম্প ভাঙার আগেই পপিং ক্রিজে পৌঁছে গিয়েছিলেন প্যাটিনসন। পুরো স্টেডিয়াম স্পষ্ট দেখলো, অথচ থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিলেন ‘আউট’। এমন দৃশ্য দেখে সবাই হতবাক। ব্যাটসম্যান ততক্ষণে হাটা শুরু করেছেন। কিন্তু আর সবার মতো এমন সিদ্ধান্ত মানতে পারেননি প্রতিপক্ষের অধিনায়ক কলিন ইনগ্রামও। তিনিই মাঠ থেকে বেরিয়ে যাওয়ার আগে প্যাটিনসনকে ফিরিয়ে আনেন।

ইনগ্রাম শুধু প্যাটিনসনকে ফিরিয়েই নেননি, বরং থার্ড আম্পায়ারকে বলে রানআউটের আপিল বাতিল করে দেন! ফলে থার্ড আম্পায়ায়ের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। কিন্তু এমন বিতর্কিত সিদ্ধান্ত থার্ড আম্পায়ার গ্রেগ ডেভিডসন কেন নিয়েছিলেন তা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।