ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো স্বাগতিক বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ৩৪ বলে ৬০ রানের টর্নেডো ব্যাটিং, সাকিবের ২৬ বলে অপরাজিত ৪২, মাহমুদউল্লাহ রিয়াদের ২১ বলে অপরাজিত ৪৩ ও সৌম্য সরকারের ২২ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রানের দাপুটে সংগ্রহ পায় টাইগাররা।
 
সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে লাল-সবুজের এযাবৎকালে সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান।

গেল মার্চে কলম্বোয় নিদাহাস ট্রফিতে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিলো স্টিভ রোডসের শিষ্যরা।

তৃতীয় সর্বোচ্চ ১৯০ রান এসেছিল ২০১২ সালে বেলফাস্টে, স্বাগতিক আইরিশদের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।