ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

রান দেখে কেউ করিসনে ভয়…

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
রান দেখে কেউ করিসনে ভয়… শেষ দিকে দারুণ বোলিং করে ম্যাচে ফেরে বাংলাদেশ-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

ঢাকা: সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৯১ রান। ভয় পেলেন? ভাবছেন, টি-টোয়েন্টিতে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দলটি কি করে এত রান করবে?

না, ভয়ের কিছু নেই। রান তাড়ায় বাংলাদেশের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ।

সেই উদাহরণ টানতে খুব বেশিদূর যেতে হবে না। চলতি বছরেই তা আছে এবং বিদেশের মাটিতে।

গেল ১০ মার্চে কলম্বোয় নিদহাস ট্রফিতে স্বাগতিক লঙ্কানদের দেয়া ২১৫ রানের লক্ষ্যও ছুঁয়েছিলো লাল সবুজের দল। আগে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শ্রীলঙ্কা করেছিলো ২১৪ রান। যা কী না মুশফিকুর রহিমের অপরাজিত ৭২, তামিম ইকবালের ৪৭ ও লিটন দাসের ৪৩ রানে ভর করে ৫ উইকেটেরর জয়ে মাঠ ছেড়েছিলো স্টিভ রোডস শিষ্যরা।

তাই শনিবারের (২২ ডিসেম্বর) শেষ টি-টোয়েন্টিতে তার পুনরাবৃত্তি হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।