ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সপরিবারে ওমরাহ পালনে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, ডিসেম্বর ২৪, ২০১৮
সপরিবারে ওমরাহ পালনে সাকিব সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার লম্বা সিরিজ শেষ করে রোববার (২৩ ডিসেম্বর) পবিত্র ওমরাহ পালন করতে গেলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫মিনিটে সৌদি এয়ারলাইন্সে সপরিবারে দেশ ছাড়েন সাকিব। এর আগে চলতি বছরে পবিত্র হজও পালন করেন সাকিব।

ওমরাহ্‌ পালন করে এ মাসের শেষের দিকেই দেশে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  

দীর্ঘদিন হাতের আঙুলের ইনজুরিতে ভোগেন সাকিব। এই ইনজুরি নিয়েই হজ পালন করেন। তবে সদ্য শেষ হওয়া উইন্ডিজ সিরিজে সম্পূর্ণ সুস্থ সাকিবকেই পেয়েছে বাংলাদেশ। পুরো সিরিজ জুড়েই দারুণ পারফরম্যান্সও করেন। যার পুরস্কার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সিরিজেরই সেরার পুরস্কার উঠেছে তার হাতে।   

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।