গতবারের মতো এবারও ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই মাঠে নামছে রংপুর রাইডার্স। দলে দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো আছেনই।
আইকন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে এবার রংপুর রাইডার্সে আরও থাকছেন অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, ওশানে টমাসের মতো আন্তর্জাতিক তারকারা। আর দেশি তারকাদের মধ্যে থাকছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, ফরহাদ রেজা, শফিউল ইসলামদের মতো ক্রিকেটাররা।
বিপিএলের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচী
ম্যাচ-১
রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
৫ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা
ম্যাচ-২
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস
৬ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: ঢাকা
ম্যাচ-৩
রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৮ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: ঢাকা
ম্যাচ-৪
রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস
৫ জানুয়ারি, দুপুর ২-০০ মি.
ভেন্যু: ঢাকা
ম্যাচ-৫
রংপুর রাইডার্স-রাজশাহী কিংস
১৩ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা
ম্যাচ-৬
রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স
১৬ জানুয়ারি, দুপুর ৫-২০ মি.
ভেন্যু: সিলেট
ম্যাচ-৭
রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স
১৯ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: সিলেট
ম্যাচ-৮
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস
২২ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা
ম্যাচ-৯
রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
২৫ জানুয়ারি, সন্ধ্যা ৭-০০ মি.
ভেন্যু: চট্টগ্রাম
ম্যাচ-১০
রংপুর রাইডার্স-ঢাকা ডাইনামাইটস
২৮ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: চট্টগ্রাম
ম্যাচ-১১
রংপুর রাইডার্স-রাজশাহী কিংস
২৯ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: চট্টগ্রাম
ম্যাচ-১২
রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২ ফেব্রুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমএইচএম