রোববার (৬ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এলেন হাসিখুশি ওয়ার্নার। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন মুখে সেই হাসি ধরে রেখেই।
দলের হার প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘প্রথম ছয় ওভার সব দলের জন্যই কঠিন। তাদের ৩০ রানের মধ্যেই ৫-৬ জন্য আউট হয়ে গেছে। আমরাও একই অবস্থায় ছিলাম। নতুন বল বেশ চ্যালেঞ্জিং ছিল। কোনোটা টার্ন করছিল আবার কোনোটা টার্ন করছিল না। এর মধ্যেই ক্রিজে টিকে থাকতে হবে। দেখে ভালো লাগছে কিভাবে দিনে ও রাতে পাল্টে যাচ্ছে ম্যাচের অবস্থা। ’
স্মিথের বিপক্ষে খেলতে নেমে দারুণ উচ্ছ্বসিত এই সাবেক অজি সহ-অধিনায়ক। বললেন, ‘আমরা দুজন দুই দলে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। এটা নতুনদের অনেক কিছু শেখাবে আর অভিজ্ঞরা অনেক কিছু আমাদের শেখাবে। ’
নিজের আউট প্রসঙ্গেও কথা বলেন ওয়ার্নার, ‘আম্পায়ার বলেছেন এটা আউট নয়। আমি আসলে দেখিনি কী হয়েছে। কিন্তু আসলে আমি ওখানেই ছিলাম। যেহেতু ক্যামেরার বিপরীতে ছিলাম সেক্ষেত্রে আমি কিছুই বলতে পারছি না। যদি আউট হই তো আউট। আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমকেএম/এমএইচএম