রংপুরের ব্যাটিংয়ের প্রথম দিকেই দুটি সহজ ক্যাচ মিস করে হয়ে ওঠেন ভিলেন। আর সেই আলিসই আবার হয়ে যান জয়ের নায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এলেন মাঠের আত্মবিশ্বাসী আলিস। জানালেন তার বিপিএলে উঠে আসার গল্প। জানালেন কিভাবে নেট বোলার থেকেই বিপিএলের মাঠে আসা।
‘আমি ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলাম। আগে আমি ঢাকা ফাস্ট ডিভিশনে খেলেছি। নেট বোলিং করার সময় সুজন (ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন) স্যার আমাকে দেখেন। দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো করতে পারব, তারপর আমাকে টিমে নেন। তারপর টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা আমাকে সাপোর্ট করে। তারপর আমি সেরা একাদশে। ’
এত বড় আসরের এত বড় ম্যাচ কতোটা নার্ভাস ছিলেন? এমন প্রশ্নে উত্তরে আলিস বলেন, ‘আসলে এটা আমার বিপিএলে প্রথম ম্যাচ। খোলাসা করে বলতে গেলে স্টেডিয়ামেই এটা আমার প্রথম ম্যাচ। আমি আসলে অনেক নার্ভাস ছিলাম। তবে ক্যাচ দুটি ড্রপ করার পর সতীর্থরা অনেক সাপোর্ট করেছে আমাকে, কোচ সাপোর্ট করেছেন। সবাই আসলে অনেক সাহস দিয়েছেন। তাতে আমার মনে হয়েছে যে, ভালো জায়গায় বলটা করতে পারি তাহলে ভালো কিছু হতে পারে। আমি শুধু ভালো জায়াগায় বল করতে চেয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমকেএম/এমএইচএম