ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং। ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। শনিবারের (২৬ জানুয়ারি) ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।  

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়া দুটি দলে একাধিক তারকা ও শক্তিশালী খেলোয়াড় আছে। ৯ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে রাজশাহীর অবস্থান ছয়ে।

আর ঢাকাকে সরিয়ে  চিটাগং ভাইকিংস আছে টেবিলের শীর্ষে। ৮ ম্যাচে ৬ জয় পেয়ছে দলটি।  

রাজশাহী কিংস একাদশ:

লরি ইভান্স, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, জেসন চার্লস, মুমিনুল হক, রায়ান টেন ডেসকাটে,  ক্রিস্টিয়ান জঙ্কার, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক),  আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।

চিটাগং ভাইকিংসের একাদশ
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী, ক্যামেরন ডেলপোর্ট,সিকান্দর রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক),  নজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, রবিউল হক ও আবু জায়েদ।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।