১৯৭৫ থেকে ১৯৮৯ পর্যন্ত কিউই জার্সিতে খেলেছেন ৪৩টি টেস্ট ও ১১৪টি ওয়ানডে। তবে এরপর থেকে অবসরের আগ পর্যন্ত ওয়েলিংটনে নিজের প্রিয় ক্লাব নায়েনায়ে ওল্ড বয়েজের হয়ে মাঠ মাতিয়েছেন।
৬৮ বছরে চ্যাটফিল্ডের অবসর আবার তাকে আরেকটি বিন্দুতে এক করেছে। ১৯৬৮ সালের এই নায়েনায়ে পার্কেই ক্যারিয়ারের অভিষেক হয়েছিল তার।
আন্তর্জাতিক ক্যারিয়ার কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলির ছাঁয়া হয়ে থাকা চ্যাটফিল্ড শেষ ম্যাচে জয় পেলেও বোলিং ও ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। ব্যাটিংয়ে তো একেবারে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। তবে অবসর নিয়ে এই প্রসঙ্গে মজা করে সাংবাদিকদের বলেছেন, তার গোল্ডেন ডাকের বিষয়টি যেন শিরোনামে না আসে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস