ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সিরিজ শুরু যুবাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সিরিজ শুরু যুবাদের অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি: শোয়েব মিথুন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দূর যেতে পারেনি।

তানজিম হাসান সাকিব-রাকিবুল হাসানদের বোলিংয়ের সামনে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা।  

ইংল্যান্ড যুবাদের হয়ে দলীয় সর্বোচ্চ রান আসে লুইস গোল্ডওয়ার্থির ব্যাটে। ৯৯ বলে ৬১ রান করেন শেষের দিকে ব্যাট করতে নামা এই ক্রিকেটার। এছাড়া লুক হলম্যান ৩৫, জর্জ হিল ৩০, বেন চার্লসওর্থ মনে রাখার মতো ২৬ রান করেন।

বাংলাদেশের হয়ে একাই তিন উইকেট নেন সাকিব। এছাড়া দুটি উইকেট নেন রকিবুল ও একটি উইকেট নেন আশরাফুল ইসলাম সিয়াম।

২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৫.৪ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মোহাম্মদ পারভেজ হোসেন। তার ব্যাট থেকে আসে ২১২ বলে ৮০ রান।  

এছাড়া, ওপেনার মোহাম্মদ প্রান্তিক নওরোজ ৪৮ রান ও মাহমুদুল হাসান ৩৩ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পারভেজের হাতে।  

সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচটি হবে ২ ফেব্রুয়ারি। সিরিজে আছে দুটি চার দিনের ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।