ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

জয়ে আত্মবিশ্বাস ফিরেছে: ডেলপোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
জয়ে আত্মবিশ্বাস ফিরেছে: ডেলপোর্ট সংবাদ সম্মেলনে কথা বলছেন ক্যামেরন ডেলপোর্ট-ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: একের পর এক ক্যাচ মিস, যেন চিটাগংয়ের ফিল্ডাররা ক্যাচ মিসের মহড়ায় নেমেছেন। সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠা আন্দ্রে রাসেলের আউট হওয়া বলটি নো ঘোষণার যন্ত্রণা তো আছেই। সাকিব-রাসেলের দ্রুত রান তোলার গতি দেখে মনে হচ্ছিল ঘরের মাঠে হয়তো জয়ের দেখা পাবে না দলটি। তবে শেষ পর্যন্ত ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকবাহিনী।

বুধবার (৩০ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন এই ম্যাচে চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার ক্যামেরন ডেলপোর্ট। বলেন, ‘পর পর তিন ম্যাচে হেরে দল একদম ব্যাকফুটে ছিল।

এজন্য জয়টা খুবই দরকার ছিল। নয়তো প্লে-অফে খেলা নিয়ে সংশয় তৈরি হতো। ’

টানা জিততে থাকা দলটি ঘরে এসে তরী ডুবাতে বসেছিল। কোনোভাবেই বের হতে পারছিল না হারের বৃত্ত থেকে।

ডেলপোর্ট বলেন, ‘রাজশাহীর সাথে ম্যাচটি কাছাকাছি গিয়ে হেরেছি। টানা ৩ ম্যাচ হেরেও আত্মবিশ্বাস ছিল জিতবো। দলের সবাই জেতার জন্য কাজ করেছে। এজন্য জয়টা এলো। ’

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যামেরন ডেলপোর্ট ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে চিটাগং ভাইকিংস। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমে যায় ঢাকা ডায়নামাইটসের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসইউ/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।