বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে দলের অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ।
বলেন, ‘সব সময়ই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে দেশের বাইরের কন্ডিশনে আমরা কেমন করি। এমন কন্ডিশনে আমরা টেস্ট ম্যাচ জিততে পারবো কিনা, সবার ভেতরেই এই সংশয় থাকে। তবে অধিনায়ক বা ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমাদের মধ্যে ওসব বিষয়গুলো কাজ করে না। আমার মনে হয়, ওদের (নিউজিল্যান্ড) বোলারদের সম্পর্কে আমাদের এখন একটা ধারণা হয়েছে, এখন কথা হচ্ছে আমরা নিজেদের কিভাবে তৈরি করতে পারি। আমরা মানসিকভাবে নিজেদের তৈরি করেছি। ’
কব্জি ও পাজরের পাজরের চোটে মুশফিকুর রহিমের দলে না থাকা নিয়েও হতাশা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব-মুশফিকের দলে না থাকা অনেক বড় ক্ষতি। তারা আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যারা তাদের পরিবর্তে দলে সুযোগ পাবেন, তাদেরকেও দুহাত ভরে অভিজ্ঞতা নিতে হবে ও নিজেদের প্রমান করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমকেএম