শনিবার (৩০ মার্চ) ঘরের মাঠ মোহালিতে রাতে মুম্বাইয়ের ছুড়ে দেওয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একসময় হার দেখতে পাচ্ছিল পাঞ্জাব। ইনিংসের এক পর্যায়ে ওভার পিছু রান লাগতো ৮-এর বেশি।
টসে হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৩৯ বলে ৬০ রানের ইনিংসে বেশ ভালো শুরু পায় মুম্বাই। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় রানের সংগ্রহ বড় হয়নি। শেষদিকে ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৭৬ রান পর্যন্ত নিতে সহায়তা করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ব্যাট হাতে ঝড় তুলেছিলেন গেইল। তারপরও প্রথম ৬ ওভারে মাত্র ৩৮ রান তুলতে পারে পাঞ্জাব। এরপরই হাত খুলে খেলতে শুরু করেন ক্যারিবীয় ব্যাটিং দানব। ২৪ বলে তার ঝড়ো ৪০ রানের ইনিংসের পর দলকে চাপমুক্ত করেন ময়াঙ্ক আগারওয়াল।
২১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৩ রানের ঝড় তুলে বিদায় নেন আগারওয়াল। বাকি পথটা ৮ বল বাকি থাকতেই পার করে দেন রাহুল ও ডেভিড মিলার।
তবে ১৫তম ওভারকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওভার বলা যায়। শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৬৫ রান। বল হাতে এলেন পান্ডিয়া। কিন্তু ব্যাট হাতে এক ছক্কা, দুই চার মিলিয়ে ওই ওভারে ১৯ রান নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পাঞ্জাবের হাতে তুলে দেন রাহুল।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএইচএম