বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, মাহমুদউল্লাহর ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের। সাময়িক তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টেই কাঁধের চোটে পড়েন মাহমুদউল্লাহ। তবে সেই চোট তাৎক্ষণিকভাবে তেমন না ভোগালেও এখন আবার মাথাচড়া দিয়েছে।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সোমবার এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন। তবে এখনই বিস্তারিত জানাতে পারবেন না বলে জানান।
বিসিবির সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহকে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্রামে সেরে না উঠলে অস্ত্রোপচার।
এর আগেও মোস্তাফিজুর রহমান এ ধরনের চোটে পড়েন। অস্ত্রোপচার করানোর পর প্রায় ৬ মাস মাঠের বাইরে কাঁটাতে হয় তাকে। সামনেই বিশ্বকাপ। তাই মাহমুদউল্লাহর ইনজুরিও দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমকেএম