ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির জীবনের সব রহস্যভেদ করতে আসছে 'গেম চেঞ্জার'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
আফ্রিদির জীবনের সব রহস্যভেদ করতে আসছে 'গেম চেঞ্জার' শহীদ আফ্রিসি। ছবি: সংগৃহীত

ভক্ত-সমর্থকদের আগেই আভাস দিয়েছিলেন। এবার তাই সত্যি হতে যাচ্ছে। এপ্রিলের ৩০ তারিখে আলোর মুখ দেখতে যাচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’।

আফ্রিদিকে নিয়ে এই আত্মজীবনী লিখেছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ওয়াজহাত খান। আফ্রিদি নিজেই ঘোষণা করেন এই বই প্রকাশের পর তার জীবনের আর কোনো কিছুই গোপন থাকবে না তার সমর্থকদের কাছে।

পাশাপাশি তার জীবন নিয়েও কারো মনে কোনো জিজ্ঞাসা থাকবে না।

পাকিস্তানের সর্বকালের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম ৩৯ বছর বয়সী আফ্রিদি। ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

১৯৯৬ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে আফ্রিদিকে নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। সেসব থেকেই পর্দা উঠাবে ‘গেম চেঞ্জার’ এমনটাই আশা স্পিনিং অলরাউন্ডার আফ্রিদির।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।