১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও সঞ্জু স্যামসম দলকে শুরুটা ভালোই দেন। তবে ১২ রানে রাহানে ও ৩৫ রানে সঞ্জু ফিরে গেলে অধিনায়ক স্মিথ দলের হাল ধরেন।
রাজস্থানের হয়ে দলীয় সর্বোচ্চ ৫৯ রান আসে স্মিথের ব্যাট থেকে। তার সঙ্গে ৪৩ রান করে যোগ্য সঙ্গ দেন রিয়ান পরাগ। স্মিথের সঙ্গে শেষ পর্যন্ত সাত রানে অপরাজিত থাকেন অ্যাশটন টারনার।
মুম্বাইয়ের হয়ে একাই তিন উইকেট নেন রাহুল চাহার আর একটি নেন জসপ্রিত বুমরাহ। এছাড়া একটি রান আউট হয়।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু তেমন ভালো করতে পারেনি মুম্বাই। মাত্র পাঁচ রান করেই ফিরে যান ওপেনার রোহিত শর্মা। তবে অপর ওপেনার কুইন্টন ডি কক (৬৫) ও সূর্যকুমার যাদব (৩৪) মিলে দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যান। এছাড়া হার্ডিক পান্ডিয়া ২৩ রান, বেন কাটিং ১৩ রান করেন।
রাজস্থানের হয়ে দুই উইকেট নেন তরুন শ্রেয়াস গোপাল। একটি করে উইকেট নেন স্টুয়ার্ট বিনি। উনাদকর ও আরচার।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমকেএম/