আবাহনীর দেওয়া ৩৭৭ রানের লক্ষ্যের সামনে রূপগঞ্জের প্রথমদিকের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা হলেও দলকে টেনে নেওয়ার চেষ্টা হরে।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অল্প রানে ফিরলেও রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাইম করেন অপরাজিত ১০৫ রান। তবে তিনি ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি। শেষের দিকে এসে মোহাম্মদ শহীদ ৩৩ রান করেন।
আবাহনীর হয়ে মেহেদি হাসান মিরাজ একাই নেন তিন উইকেট। এছাড়া মাশরাফি বিন মর্তুজা ২টি ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন নেন এক উইকেট।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় আবাহনী। ওপেনিং জুটি থেকে আসে ১৬৯ রান। ১০৬ রানে সৌম্য ফিরলে ভাঙ্গে এই জুটি। এর পর নাজমুল ইসলাম শান্ত ২৪, ওয়াসিম জাফর ৪৬, সাব্বির রহমান ৩৩ ও মোহাম্মদ মিঠুন ৬৪ রানে দলীয় রান পৌঁছান ৩৭৭ রানে। যা ছুঁতে পারেনি রূপগঞ্জ।
রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও তাসকিন আহমেদ। আর একটি করে নেন শুভাশিস রায়, নাবিল আহমেদ ও ধাওয়ান।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এমকেএম