ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বড় বিপদ থেকে বেঁচে গেলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বড় বিপদ থেকে বেঁচে গেলেন আন্দ্রে রাসেল স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ছেন রাসেল: ছবি-সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাবিনা পার্কে জ্যামাইকা তালাওয়াস মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া জোকসের। ম্যাচের তখন ১৪ ওভার চলছে। শূন্য রানে ব্যাট করছিলেন জ্যামাইকার আন্দ্রে রাসেল। এমন সময় পুল করতে যাওয়া বলটি ফাঁকি দিয়ে আঘাত করে ডান কানের কাছের হেলমেটে। 

সেই আঘাতে মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার লুটিয়ে পড়েন মাঠে। তাকে দেখতে ছুটে আসেন সেন্ট লুসিয়ার ফিল্ডাররা।

হেলমেট খুলে দেখেন, ঘাড়ে গার্ড না পরেই খেলতে নেমেছেন রাসেল।  

এমন বিপজ্জনক আঘাত পাওয়ার পর আর ব্যাট করতে পারেননি রাসেল। ‘রিটায়ার্ড হার্ট’  হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবশ্য স্ক্যানের পরে রাসেলের চোট গুরুতর নয় বলে জানিয়েছে ফ্র্যাঞ্জাইজি লিগটির আয়োজকরা।  

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করে জ্যামাইকা। সেন্ট লুসিয়া ২০ বল হাতে রেখে জিতে যায় ম্যাচটি।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।