ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

নীরবেই অনুশীলনে ফিরলেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, সেপ্টেম্বর ২৩, ২০১৯
নীরবেই অনুশীলনে ফিরলেন তামিম তামিম ইকবাল: ফাইল ফটো

লম্বা ছুটি কাটিয়ে অবশেষে মাঠের অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ দলের ওপনার তামিম ইকবাল। রোববার (২২ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেন তিনি।
 

তবে অনেকটাই সবার আড়ালে থেকেই অনুশীলন করেন তামিম। সাধারণত অনুশীলনের আগে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিংবা কিছুক্ষণ আড্ডা দিয়ে অনুশীলন শুরু করেন তামিম।

কিন্তু এদিন কারও সঙ্গে কথা বলেননি তিনি। এমনকি অনুশীলনের ভিডিও ফুটেজ কিংবা ছবি তুলতেও দেননি তামিম। প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন এই বাঁ-হাতি ওপেনার।

তবে তামিম কেন এই ধরনের আচরণ করেন তা জানা যায়নি। বিশ্বকাপে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। এরপর শ্রীলঙ্কা সফরেও ছিলেন অফ ফর্মে। তাই মানসিকভাবে চাঙ্গা হতেই বিশ্রামের সিদ্ধান্ত নেন তামিম।  

টাইগার ওপেনার ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কয়েকদিন। এই কারণেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেননি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।