ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। ম্যাচের আগের দিন সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকেই দেখা যায় টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়।
সকাল সাড়ে ৯টা থেকে টিকিট বিক্রির কথা থাকলে দেরি করে শুরু হয় টিকিট বিক্রি। নির্ধারিত সময়ের আগে থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় জমাতে শুরু করেন। টিকিট প্রত্যাশীদের ভিড় সামলাতে নিরাপত্তাকর্মীদের বেশ হিমশিম খেতে হয়।
বিসিবি হসপিটালিটি লাউঞ্জের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা করে। নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডে ১৫০ টাকা করে টিকিট। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা করে ধরা হয়েছে।
বিকেল ৫টা পর্যন্ত চলে টিকিট বিক্রি। ম্যাচের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে আবারও পাওয়া যাবে টিকিট।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আরএআর/ইউবি