আন অফিসিয়াল টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শনিবার (০৫ অক্টোবর) হাম্বানটোটায় নিজেদের প্রথম ইনিংসে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ।
বল হাতে আগের দিন ৩ উইকেট তুলে নেওয়া মিরাজ এদিন ঝুলিতে পুরেছেন আরও ৪ উইকেট। ৭ উইকেট তুলে নিতে ম্যরাথন ৩৭ ওভার বল ঘুরিয়ে তিনি খরচ করেছেন ৮৪ রান। ইবাদতের উইকেট ২টি আর বাকি উইকেট সালাউদ্দিন শাকিলের।
এদিকে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানে ওপেনার জহুরুল ইসলামের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ যুবারা। এরপর নাজমুল হোসেন শান্তও দ্রুত বিদায় নিলে চাপ বাড়তে থাকে। কিন্তু সেখান থেকেই দলকে টেনে তোলেন শাদমান ইসলাম ও মুমিনুল। শাদমানের ব্যাট থেকে আসে ৭৭ রানের ইনিংস। দুজনের জুটিতে আসে ১৫৪ রান।
শাদমান বিদায় নেওয়ার পর সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন (২১) ও আনামুল হক (৮)। আর অধিনায়ক মুমিনুল ১১৭ রানের ইনিংস খেলে বিদায় নেন। তার ১৯০ বল দীর্ঘ ইনিংসটি ১৫টি চার ও ১ ছক্কায় সাজানো। দিন শেষে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন নুরুল হক আর ৬ রান নিয়ে অপরাজিত মিরাজ।
এর আগে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমএইচএম