চট্টগ্রামে টায়ার-১ এর ম্যাচের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করা ঢাকা দ্বিতীয় দিনেও দাপুটে ব্যাটিং উপহার দেয়। আরও ৪ উইকেট খুইয়ে ৫৫৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে দলটি।
ক্রিজে ফিরে আসা সাইফের ব্যাট থেকে আসে অপরাজিত ২২০ রানের ইনিংস। তার ৩২৯ বলের ইনিংসটি ১৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া জয়রাজ শেখের ব্যাট থেকে আসে ২৬ রান ও নাজমুল ইসলাম অপরাজিত থাকেন ১৮ রান নিয়ে।
বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন রংপুরের সোহরাওয়ার্দি শুভ ও সঞ্জিত সাহা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন রবিউল হক ও মাহমুদুল হাসান।
জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৪ রানেই ২ উইকেট হারিয়ে বসে রংপুর। তবে অন্যপ্রান্ত আগলে রেখে শট খেলার দিকে মনোযোগ দেন ওপেনার লিটন দাস। তার আগ্রাসী ব্যাটিংয়ে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে উত্তরবঙ্গের দলটি। লিটন দাস একাই ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন। সঙ্গী নাঈম ইসলাম অপরাজিত আছেন ৮ রান নিয়ে। লিডের মুখ দেখতে হলে এখনও ৪৮৬ রান করতে হবে রংপুরকে। হাতে আছে ৮ উইকেট।
ঢাকার হয়ে ২টি উইকেটই তুলে নিয়েছেন সালাউদ্দিন শাকিল।
এদিকে টায়ার-২ এর ম্যাচের দ্বিতীয় দিনে ৩৫৬ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। আগের দিন ফিফটি তুলে নিয়ে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ইয়াসির আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দুজনে আজও দারুণ খেলছিলেন। কিন্তু ৭০ রান করা নুরুজ্জামানের বলে বিদায় নেন ইয়াসির (৭০) আর সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরত্বে থামেন অঙ্কন। পরে মাসুম খানের ব্যাট থেকে আসে অপরাজিত ৫০ রান।
বল হাতে বরিশালের মনির হাসান একাই ৪ উইকেট তুলে নিয়েছেন। ২ উইকেট গেছে মোসাদ্দেক হোসেনের ঝুলিতে। আর ১টি করে উইকেট নিয়েছেন নুরুজ্জামান, মোহাম্মদ আশরাফুল ও তানভির মাহমুদ।
জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে বরিশাল। সমান ৪ রান নিয়ে অপরাজিত আছেন মোহাম্মদ আশরাফুল ও মোসাদ্দেক হোসেন।
বল হাতে চট্টগ্রামের নাঈম হাসান নিয়েছেন ২ উইকেট আর ১টি করে উইকেট নিয়েছেন নোমান চৌধুরী ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমএইচএম