ক’দিন আগেই শ্রীলঙ্কাকে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা অজিরা এ ম্যাচেও দাপুটে খেলা প্রদর্শন করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩.১ ওভারেই উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে ফেলে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের একার লড়াইতে সংগ্রাম চালায় সফরকারী পাকিস্তান। তবে ১২.২ ওভারে প্রথম দফা বৃষ্টি এলে আম্পায়ারা খেলা ১৫ ওভারে নামিয়ে আনেন। শেষ পর্যন্ত পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১০৭ রান করতে পারে। অধিনায়ক ও ওপেনার বাবর ৩৮ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩১ করেন মোহাম্মদ রিজওয়ান।
স্বাগতিক অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন দুটি করে উইকেট পান। অ্যাশটন অ্যাগার একটি উইকেট তুলে নেন।
৫ নভেম্বর ক্যানাবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমএস