খুলনার শেখ আবু নাসের চৌধুরি স্টেডিয়ামে চারদিনের এই ম্যাচে প্রথম ইনিংসে সফরকারীরা তোলে ১৮৪ রান। টাইগার যুবারা ৩৫৪ রান তুলে অলআউট হয়।
লঙ্কানদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার কুশন উইকরামাসিংহে। ২৯ রান করেন দলপতি নিপুন ধনাঞ্জয়া। লাকসান গ্যামাগের ব্যাট থেকে আসে ৪৭ রান। বাংলাদেশের শাহিন আলম একাই তুলে নেন সাতটি উইকেট। আশিকুর রহমান দুটি আর মেহেদি হাসান একটি করে উইকেট পান।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার প্রান্তিক নওরোজ খেলেন ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস। আলভি হকের ব্যাট থেকে আসে ৭২ রান। ৫০ রান করেন শাহাদাত হোসেন। ৩৩ রানে অপরাজিত থাকেন মেহরাব হাসান। নিপুন ধনাঞ্জয়া তুলে নেন চারটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন লঙ্কান দলপতি নিপুন ধনাঞ্জয়া। রাভিন্দু রাসান্থা ৩৩, সোনাল দিনুশা ৫৫, গ্যামাগে ৪৫ আর দুলিথ ৪৫ রান করেন। বাংলাদেশের মেহেদি আর আশরাফুল তিনটি করে উইকেট তুলে নেন।
১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে প্রান্তিক নওরোজ ৬, সাজিদ হোসেন ১৮*, প্রিতম কুমার ৪, আলভি হক ৭, শাহাদাত ১* রান করেন। লঙ্কানদের হয়ে আমশি ডি সিলভা দুটি উইকেট পান। ম্যাচ সেরা হন বাংলাদেশের তরুণ পেসার শাহিন আলম।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআরপি