ভারতে সফরের আগ মুহূর্তে এমন খবরে দলের ওপর যেন নেমে আসে অদৃশ্য চাপ। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক যখন নিষিদ্ধ তখন দলের হাল ধরবেন কে?
এরপর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব অভিজ্ঞ মাহমুউল্লাহকে দেওয়া হলেও টেস্টের দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামেনে রেখে নিজেকে প্রস্তুত করছেন মুমিনুল। বুধবার (০৬ নভেম্বর) মিরপুরে অনুশীলন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলেন এই বাঁহতি ব্যাটসম্যান। জানান দলের দায়িত্ব নেওয়ার মতো কোনো ধরনের চিন্তাই ছিল না তার কল্পনাতে।
মুমিনুল জানালেন, ‘কোনোভাবেই প্রস্তুত ছিলাম না এটার জন্য, পুরোপুরি অপ্রত্যাশিত এটা। বাংলাদেশ দলের অধিনায়ক হব কোনো সময়ই চিন্তা করিনি কিংবা টেস্ট দলের অধিনায়ক হব এমন কিছু স্বপ্নেও ছিল না। যাই হোক দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ্। ’
হঠাৎ করেই পাওয়া এই দায়িত্ব তার জন্য চাপ হবে কিনা সেটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে। এই প্রসঙ্গে মুমিনুল জানান, ‘কখনোই এভাবে চিন্তা করিনি অধিনায়কত্ব অতিরিক্ত চাপ। এটা একটা বড় দায়িত্ব। চিন্তা করলে সেটা বাড়তি চাপ হয়ে যাবে। আগে যেভাবে খেলেছি, রান করার জন্য, দলের জন্য, সেভাবেই খেলব। ’
বিগত কয়েক বছর ধরেই টেস্টে বাংলাদেশ দলে ধারাবাহিকভাবে খেলে আসছেন মুমিনুল। অধিনায়কের দায়িত্ব পাবার পর সেটা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে মুমিনুল যোগ করেন, ‘যদি আমি চিন্তা করি তবে প্রভাব পড়বে, না করলে পড়বে না। কিন্তু আমি যদি ভাবি আমি অধিনায়ক আমার অনেক দায়িত্ব আছে, আমাকে দলকে সামনে টেনে নিতে হবে, তাহলে কিছুটা চাপ তৈরি হবে। আর যদি আগের মতো খেলি যে, আমি একজন ব্যাটসম্যান, দলের জন্য রান করতে হবে, স্বাভাবিক খেলাটা খেললে ওরকম প্রভাব পড়বে না। ’
আগামী ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে অধিনায়ক মুমিনুলের টেস্ট যাত্রা।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএআর/এমআরপি