একনজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনে যেসব মাইলফলক অপেক্ষা করছে-
- বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি।
- শোয়েব মালিকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন রোহিত শর্মা।
- আর মাত্র ১টি ক্যাচ নিতে পারলেই উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি ক্যাচ নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন ভারতের ঋশভ পন্থ।
- আর ৫৩ রান করতে পারলে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মালিক হবেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
- আর মাত্র ২টি ছক্কা মারতে পারলেই টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০টি ছক্কার কীর্তি গড়বেন মাহমুদউল্লাহ।
- ঘরের মাটিতে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের হারের মুখে ভারত।
- আর ৭২ রান করতে পারলে সুরেশ রায়নাকে (৮৩৯২) ছাড়িয়ে বিরাট কোহলির (৮৫৫৬) পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত।
- পরের ম্যাচ জিতলে চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের হার হবে ৮০%। এই বছর ৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের হারে এটাই হবে বাংলাদেশের সেরা বছর।
- ৩ উইকেট নিয়ে পারলেই টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে এই মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৫২) ও জসপ্রীত বুমরাহ (৫১)।
- ৮৬ রান করলে সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করবেন লোকেশ রাহুল।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএইচএম/এমআরপি