ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে কিউইদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইংলিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে কিউইদের লিড ছবি:সংগৃহীত

ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে এক ইনিংস ও ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এরই ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। নেইল ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায়।

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৬১৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।

মাউন্ট মঙ্গানুইয়ে সোমবার (২৫ নভেম্বর) পঞ্চম দিনের ম্যাচে ২০৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

তবে আগের দিনই ৫৫ রানে তিন উইকেট হারানো দলটির অবস্থা আন্দাজ করা গিয়েছিল।

চতুর্থ দিনে প্রতিপক্ষের তিন উইকেটই মিচেল স্যান্টনার পেলেও, এদিন দাপট দেখান ওয়াগনার। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম পাঁচ উইকেট। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জো ডেনলি। টিম সাউদি ও কলিন ডি গ্র্যান্ডহোম একটি করে উইকেট নেন।

কিউইদের হয়ে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান বিজে ওয়াটলিং ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।