ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ শেষে বিশ্রামে ছিলেন মুশফিক। আবারও ব্যাট-প্যাড তুলে নিয়েছেন।
মুশি কোচ হিসেবে দলে পাচ্ছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ফস্টারকে। সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খুলনার দলটি।
মুশফিক ছাড়াও খুলনার এই দলটিতে থাকছেন মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, সাইফ হাসান, তানভীর ইসলাম আর গতবার অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করা আলিস ইসলাম।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে খুলনার দলটিতে আছেন গতবার দুর্দান্ত পারফর্ম করা দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান আর রহমানুল্লাহ গুরবাজ।
টিম ডিরেক্টর হিসেবে মুশফিক-মিরাজরা পাশে পাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে একাধিক মেয়াদে কাজ করা খালেদ মাহমুদ সুজনকে।
খুলনা টাইগার্স:
দেশি ক্রিকেটার: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম
বিদেশি ক্রিকেটার: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরপি