সাম্প্রতিক সময়ে, গেইলের আসন্ন বিপিএল অংশ্রহণ নিয়ে সংশয় ছিল। গত সপ্তাহে ক্যারিবিয়ান তারকা বলেছিলেন, ‘আমি জানিনা কিভাবে আমার নাম বিপিএলে গেলো।
শুরুতে বিপিএলের প্রতি গেইলের অনীহার অবশ্য কারণও আছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪০ বছর বয়সী তারকাকে যে পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। বিদেশী খেলোয়াড়ের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১ লাখ মার্কিন ডলার ছিল গেইলের সম্মানী।
তবে আশার কথা, বিপিএল মাতাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। তেমনটাই নিশ্চিত করেছে দলটির কর্মকর্তারা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কেএম রিফাতুজ্জামান বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, গেইল আমাদের হয়ে খেলবেন এবং টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ’
তিনি আরও বলেন, ‘গেইল এখন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তাই আমরা শুরুতে তাকে পাবো না, তবে আমরা আশাবাদী টুর্নামেন্টের কোন একটা সময় আমরা তাকে পাবো। গেইলের এজেন্টের সঙ্গে আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলেছি। কিছু আনুষ্ঠানিকতা এখনও চূড়ান্ত হয়নি, তবে সবকিছু দ্রুত সম্পন্ন হবে। ’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্মকর্তা জানিয়েছে, ৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজ ওপেনারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি গেইলকে পূর্বোক্ত তারিখে পাওয়া যায় তবে তিনি টুর্নামেন্টের ঢাকা পর্বের ফাইনাল লেগে খেলতে পারবেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ইউবি