পেরি গত এক বছর সব ফরম্যাট মিলিয়ে তিনটি সেঞ্চুরি করেছেন। যেখানে নারী অ্যাশেজে ছিল একটি।
বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টির ভিন্ন দুটি ফরম্যাটের একাদশ ঘোষণা করেছে আইসিসি। তবে কোনো ফরম্যাটেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই।
নিচে জয়ী ক্রিকেটারদের নাম দেওয়া হলো:
# আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের জন্য র্যাচেল হেইহো-ফ্লিন্ট অ্যাওয়ার্ড-এলিস পেরি (অস্ট্রেলিয়া)।
# আইসিসি নারী ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়-এলিস পেরি (অস্ট্রেলিয়া)।
# আইসিসি নারী টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড়-অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)।
# আইসিসি নারী বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়-চানিদা সুথ্তিরুয়াং (থাইল্যান্ড)।
আইসিসি নারী বর্ষসেরা ওয়ানডে দল (ব্যাটিং ক্রমে):
১. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক)-অস্ট্রেলিয়া
২. স্মৃতি মান্ধনা-ভারত
৩. তামসিন বিউমন্ট-ইংল্যান্ড
৪. মেগ ল্যানিং (অধিনায়ক)-অস্ট্রেলিয়া
৫. স্টাফানি টেইলর-ওয়েস্ট ইন্ডিজ
৬. এলিস পেরি-অস্ট্রেলিয়া
৭. জেস জোনাসেন-অস্ট্রেলিয়া
৮. শিখা পান্ডে-ভারত
৯. ঝুলন গোস্বামী-ভারত
১০. মেগান স্কাট-অস্ট্রেলিয়া
১১. পুনম যাদব-ভারত
আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল (ব্যাটিং ক্রমে):
১. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক)-অস্ট্রেলিয়া
২. ড্যানিয়েল ওয়াট-ইংল্যান্ড
৩. মেগ ল্যানিং (অধিনায়ক)-অস্ট্রেলিয়া
৪. স্মৃতি মান্ধনা-ভারত
৫. লিজেল লি-দক্ষিণ আফ্রিকা
৬. এলিস পেরি-অস্ট্রেলিয়া
৭. দীপ্তি শর্মা-ভারত
৮. নিদা দার-পাকিস্তান
৯. মেগান স্কাট-অস্ট্রেলিয়া
১০. শাবনিম ইসমাইল-দক্ষিণ আফ্রিকা
১১. রাধা যাদব-ভারত
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএমএস