ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছুটি আর নিলামের পরে ম্যাক্সওয়েলের ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ছুটি আর নিলামের পরে ম্যাক্সওয়েলের ঝড় ছবি: সংগৃহীত

আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। দামের হিসেবে পরের জায়গাটা নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নিলামের পরের দিনই ব্যাট হাতে ঝড় তুলেছেন ম্যাক্সি।

মানসিক অবসাদের কারণে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। ফিরেছেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের লিগ দিয়ে।

মেলবোর্ন স্টারসের অধিনায়ক হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন তিনি।

আইপিএল নিলামে ২ কোটি বেইস প্রাইসে থাকা গ্লেন ম্যাক্সওয়েল পেয়েছেন ১০ কোটি ৭৫ লাখ রুপি। একই বেইস প্রাইসে থাকলেও অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স পেয়েছেন সাড়ে ১৫ কোটি রুপি। ২০১৭ নিলামে ১৪.৫ কোটি রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টে নাম লিখিয়েছিলেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের সেই রেকর্ড ছাপিয়ে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্সকে ঘরে তুলে ইতিহাস গড়ে নাইট রাইডার্স।

এদিকে, ম্যাক্সওয়েলকে ছেড়ে দিলেও আবারও দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। শুক্রবার (২০ ডিসেম্বর) মেলবোর্নের জার্সিতে ব্যাটিংয়ে নেমে ৮৩ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ম্যাক্সওয়েল। ব্রিসবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের এই ম্যাচে ৩৯ বলে সাতটি চার আর ৫টি ছক্কা হাঁকান ম্যাক্সি।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাক্সওয়েলের মেলবোর্ন তোলে ১৬৭ রান। জবাবে, ৮ উইকেট হারিয়ে ব্রিসবেন তোলে ১৪৫ রান। ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাক্সওয়েলের মেলবোর্ন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।